ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম ১৯৭৮ সালে ঝিনাইদহ জেলার হরিশংকরপুর গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি হরিশংকরপুর জে,সি বিদ্যাপীঠ হতে ১৯৯৩ সালে এসএসসি এবং ১৯৯৫ সালে ঝিনাইদহ কে,সি কলেজ হতে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন । তিনি ২০০৩ সালে ঢাকা মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন । তিনি স্যার সললিমুল্লাহ্ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে তিন(০৩)বছর সার্জারী বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করে ২০১১ সালে সার্জারি বিষয়ে এফসিপিএস ডিগ্রী প্রাপ্ত হন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কলোরেক্টাল সার্জারী বিভাগে ………..
Dr. Md. Touhidul Islam is Associate professor (Coloreactal Surgery) of Mymensing Medical College, Hospital
তিন(০৩) বছর নিবীড় প্রশিক্ষণ, অধ্যয়ন ও গবেষণা শেষে ২০১৮ সালে কলোরেক্টাল সার্জারি বিষয়ে এমএস ডিগ্রী অর্জন করেন । বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক(কলোরেক্টাল সার্জারী) হিসেবে কর্মরত আছেন ।তিনি কলোরেক্টাল ও ল্যপারোস্কপিক সার্জারিতে অত্যন্ত দক্ষ। তিনি পেট না কেটে ল্যাপারোস্কোপিক মেশিনের মাধ্যমে তেরোশোর ও অধিক বিভিন্ন রকমের অপারেশন যেমন -পিত্তথলির পাথর, অ্যাপেনডিসাইটিস, ওভারির টিউমার ,হার্নিয়া, কোলন ও রেক্টাল ক্যান্সার, অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি নিয়মিত পেট না কেটে ল্যাপারোস্কপিক মেশিনের মাধ্যমে রেক্টাল প্রোলাপস ( মলদ্বার বাহিরে বের হয়ে আসা ) ,কোলন ও রেক্টাল ক্যন্সারের অপারেশন করছেন।