তিন(০৩) বছর নিবীড় প্রশিক্ষণ, অধ্যয়ন ও গবেষণা শেষে ২০১৮ সালে কলোরেক্টাল সার্জারি বিষয়ে এমএস ডিগ্রী অর্জন করেন । বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক(কলোরেক্টাল সার্জারী) হিসেবে কর্মরত আছেন ।তিনি কলোরেক্টাল ও ল্যপারোস্কপিক সার্জারিতে অত্যন্ত দক্ষ। তিনি পেট না কেটে ল্যাপারোস্কোপিক মেশিনের মাধ্যমে তেরোশোর ও অধিক বিভিন্ন রকমের অপারেশন যেমন -পিত্তথলির পাথর, অ্যাপেনডিসাইটিস, ওভারির টিউমার ,হার্নিয়া, কোলন ও রেক্টাল ক্যান্সার, অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি নিয়মিত পেট না কেটে ল্যাপারোস্কপিক মেশিনের মাধ্যমে রেক্টাল প্রোলাপস ( মলদ্বার বাহিরে বের হয়ে আসা ) ,কোলন ও রেক্টাল ক্যন্সারের অপারেশন করছেন।