কোষ্ঠকাঠিণ্যের আরেক রূপ বাধাগ্রস্থ মলত্যাগ

কোষ্ঠ কাঠিণ্য একটি অতি সাধারণ সমস্যা । শতকরা প্র্রায় ২৭ ভাগ মানুষ কোষ্ঠ কাঠিণ্যে ভূগে থাকে। বিশেষ করে মহিলাদের মধ্যে এই সমস্যা বেশী দেখা যায়। বৃদ্ধদের মধ্যে কোষ্ঠ কাঠিণ্য সমস্যাটি অত্যন্ত প্রকট। মলত্যাগ ক্রিয়াটি মূলত তিনটি প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত- ১। মল তৈরী ২। অন্ত্রের (নাড়ী) মধ্যে মলের পরিবহন ৩। মলাশয় হতে মল বাইরে বের হওয়। এই তিনটি প্রক্রিয়ার যেকোন একটিতে সমস্যা হলে কোষ্ঠ কাঠিণ্য হতে পারে। বাধাগ্রস্থ মলত্যাগ মূলত ৩য় প্রক্রিয়াটিতে সমস্যার কারনে হয়ে থাকে। এটি বয়স্ক নারীদের মধ্যে বেশী দেখা যায় তবে কিছু পুরুষ ও এই সমসায় ভূগে থাকে।

রোগের কারণঃ

ক। গঠনগত ত্রুটিঃ

১। মলাশয়ের দেয়াল দূর্বল হয়ে সামনের দিকে ঝুলে পড়ে একটি পকেট (রেকটোসিল) সৃষ্টি করে ফলে মলত্যাগের সময় মল মলদ্বারের বাইরে বের না হয়ে মলাশয়ের সামনের দিকে জমা হয়।

2। মলত্যাগের সময় মলাশয়ের উপরের অংশ মলাশয়ের নীচের অংশের মধ্যে ঝুলে পড়ে মলাশয়ের গহ্বর বন্ধ করে দেয় ফলে মল বাইরে বের হতে পারেনা।

খ। মলাশয়ের কাজের ত্রুটিঃ

১। মলত্যাগের সময় মলাশয়ের একটি মাংশপেশী (পিউবোরেকটালিজ) প্রসারিত হয়ে মলশয়কে সোজা করে ফলে মল সহজেই বাইরে বের হয়ে আসে। কিন্তু বাধাগ্রস্থ মলত্যাগের ক্ষেত্রে মাংশপেশীটি (পিউবোরেকটালিজ) প্রসারিত  হওয়ার পরিবর্তে  সংকুচিত হয়ে মলাশয়কে বাঁকা করে  মলত্যাগে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 

১। মলত্যাগের সময় অতিরিক্ত কোৎ দেওয়া।

২। মলত্যাগের পরও মলত্যাগের ইচ্ছা থাকা।
৩। হাতের আঙ্গুলের মাধ্যমে মল বের করা।
৪। কোষ্ঠ্যকাঠিন্য নিরোধক ঔষুধ সেবন ব্যাতীত মলত্যাগ করতে না পারা।
৫। দীর্ঘদিন যাবৎ কোষ্ঠ্যকাঠিন্য।
রোগ নির্ণয় ঃ
এই রোগটি নির্ণয়কারী অধিকাংশ পরীক্ষা (ইনভেষ্টিগেশন) আমাদের দেশে হয়না। ফলে এটি নির্ণয়ের জন্য আমাদের রোগের ইতিহাস ও উপস্বর্গের উপর র্নিভর করতে হয়।

চিকিৎসা ঃ
ক. অপারেশন ছাড়া চিকিৎসা
১। অতিরিক্ত আঁশযুক্ত খাদ্যগ্রহন।
২। কোষ্ঠ্যকাঠিন্য নিরোধক ঔষধ সেবন।
৩। বিশেষ ধরনের ব্যায়াম (বায়োকিডব্যাক পদ্ধতি) [আমাদের দেশে পাওয়া যায়না

খ. অপারেশন
১। ল্যাপারোস্কোপিক অপারেশন (ভেন্ট্রাল রেক্টোপেক্সি)
২। ঝঞঅজজ অপারেশন।

কনসালটেন্ট(সার্জারী)

কলোরেক্টাল ও ল্যাপারোস্কোপিক সার্জন

মোবাইলঃ ০১৭১৬০৩০৩৭৭

চেম্বারঃ

(১) ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতাল,

কল্যানপুর, ঢাকা।

(শনিবার থেকে বুধবার, সন্ধ্যা ৭:০০টা থেকে রাত ৯:০০টা)

(২) সনোটাওয়ার-2, কুষ্টিয়া

(শুক্রবার, সকাল ৯:০০ হতে দুপুর ১:০০ টা।)

Click to Chat